শিশু সন্তান রোবায়েত মন্ডল রাফি ঘাতকব্যাধি ক্যান্সারে আক্রান্ত। তাই যে বয়সে তার খেলাধুলায় মত্ত থাকার কথা। সহপাঠী বন্ধুদের সঙ্গে পিঠে বইয়ের ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার কথা। সে বয়সে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বাড়িতে ঘরের বিছানায় শুয়ে শুয়ে দিন পার করছে ছোট শিক্ষার্থী রাফি। বর্তমানে বাবার অবর্তমানে অর্থাভাবে রাফির চিকিৎসা এক রকম থেমে যাওয়ার পথে। অথচ রাফিকে ভারতে নিয়ে গিয়ে সার্জারি করার পরামর্শ দিয়ে চিকিৎসক। আর এ জন্য প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন।
খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুরের পার্শ্ববর্তী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের মছে হাজীপাড়ার মৃত. আনিস মন্ডল ও রেজোয়ানা আক্তার দম্পতির একমাত্র ছেলে সন্তন রাফি। সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রোবায়েত মন্ডল রাফি। গত মাস ছয়েক আগে তার মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। এ পর্যন্ত রাফিকে চারটি কেমোথেরাপি দেওয়া হয়। এতে প্রায় ১২ লক্ষ টাকার মতো খরচ হয়েছে তাঁর পরিবারের। পুরোপুরি সুস্থ হতে এখন তাকে ভারতে নিয়ে গিয়ে সার্জারি করাতে হবে।
এদিকে, গত ২৪ আগস্ট রাফির বাবা আনিস মন্ডল (৪০) নীলফামারীর সৈয়দপুর-পাবর্তীপুর আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী বাজারে সন্নিকটে এক দূর্ঘটনায় মারা যান। যদিও তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সহায় সম্পদ যা যৎসামান্য ছিল রাফির চিকিৎসা সেটুকুও প্রায় শেষ। পরিবারের জন্য সহায় সম্বল বলতে তেমন কোন কিছু নেই এখন। এ অবস্থায় অর্থাভাবে রাফির চিকিৎসা এখন থেমে যাওয়ার পথে। রাফিকে ভারতে নিয়ে গিয়ে সার্জারি করাতে হবে। আর এজন্য কমপক্ষে ১০ লক্ষ টাকা দরকার। যা তাঁর গৃহিনী মা রেজোয়ানা আক্তারের পক্ষে জোগাড় করা কোনভাবেই সম্ভব নয়। অন্যদিকে, স্বামী হারিয়ে গৃহবধূ রেজোয়ানা আক্তার অনেকটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অসুস্থ সন্তানের চিকিৎসা কিভাবে করাবেন ? কিভাবে সংসার চালাবেন ? তার কোন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না।
রাফি মা রেজোয়ানা আক্তার বলেন, আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো। তাহলে হয়তো আমাকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হতো না। স্বামীকে তো হারিয়েই ফেললাম। এখন ক্যান্সারে আক্রান্ত আমার একমাত্র ছেলেকে বাঁচাতে চাই।
এ অবস্থায় স্বামীহারা রেজোয়ানা আক্তার তাঁর একমাত্র ছেলে রাফির জীবন বাঁচাতে সমাজের সহৃদয়বান ও বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য সহযোগিতা কামনা করেছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: রেজোয়ানা আক্তার, গ্রাম : বেলাইচন্ডী মছে হাজীপাড়া, পার্বতীপুর, দিনাজপুর। মোবাইল: ০১৭৯৪-৫৪৪৭৯১ (বিকাশ/নগদ)।
সৈয়দপুরে নববধূ মুক্তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
নীলফামারীর সৈয়দপুরে বিউটি পার্লার কর্মী মুক্তার (২৪) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানবববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ওই মানবন্ধন…