শব্দ দূশনকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় নীলফামারীতে চারটি যানবাহনের (ড্রাইভার) চালকের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ১৩ হাজার ২০০ জরিমানার টাকা আদায় করা হয়।
রবিবার (২৫ আগষ্ট) দুপুরে নীলফামারী-ডোমার সড়কের বাইপাস এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ।
এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, পরিবেশ অধিদপ্তরের নীলফামারী সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় চারটি যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩’শ টাকা জরিমানা আদায় করা হয়। ওইসব যানের ৭টি হর্ণ জব্দ করা হয়। পরে এসব হর্ণ জন সম্মুখে ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তর নীলফামারী সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন, শব্দদুষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী অভিযান পরিচালনা করে ওই পরিমান টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও পরিবেশ ও শব্দ দুষণ প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেটও বিতরণ করা হয়, যানবাহণ চালক ও পথচারীদের মধ্যে।