মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সৈয়দপুরে হিন্দু কল্যাণ সমিতির মতবিনিময় সভা

প্রতিবেদক
সৈয়দপুর প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৪ ৯:২৭ পূর্বাহ্ণ

নীলফামারীর সৈয়দপুরে আগামী ২৬ আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালন করা হবে। এ লক্ষে গতকাল সন্ধ্যা ৭টায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে (টাউন হল) হিন্দু কল্যাণ সমিতি, সৈয়দপুর আয়োজিত এক মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় জন্মাষ্টমী ও দুর্গাপূজা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন, হিন্দু কল্যাণ সমিতি সৈয়দপুরের সভাপতি এ্যাড. তুষার কান্তি রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি), বক্তব্য রাখেন, এ্যাড. সুবোধ চন্দ্র রায়, কামারপুকুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার দাস, অধ্যাপক মনোরঞ্জন রায়, প্রভাষক দিলীপ সরকার, প্রকৌশলী তারক ব্রম্মা, দিলীপ মজুমদার, তরুণ ছাত্র সংগঠক উত্তম কুন্ড, সাংবাদিক গোপাল রায়, নিরঞ্জন কুমার আগরওয়ালা, কালু বাঁসফোর, বিজলী বাঁসফোর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি টিকেন্দ্র জিৎ রায় (মিরু)।
আসন্ন অনুষ্ঠানে প্রশাসনসহ সকলের সহযোগিতা চেয়েছেন ওই সমিতির নেতৃবৃন্দরা। এজন্য এখন থেকেই সবাইকে সবধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সর্বশেষ - রংপুর বিভাগ