:বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তোপের মুখে পদত্যাগ করেছেন নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়।এছাড়াও চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি তার কার্যালয়ে উপস্তিত না থাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অফিস কক্ষে তালা লাগিয়ে দেয়।
গতকাল রোববার(১৮ আগস্ট) দুপুরে পরিষদের নিজ কার্যালয়ে উপস্থিত হলে ছাত্র নেতাদের তোপের মুখে পড়েন ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়।পরে ব্যক্তিগত কারন দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত পদত্যাগ পত্র জমা দেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মহির মোহাম্মদ মিলন জানান,অবৈধ সরকারের অবৈধ চেয়ারম্যানদের আমরা ক্ষমতায় দেখতে চাই না। তাদের সরকার নেই তাই তাদেরও দরকার নেই।ভাইস চেয়ারম্যান দিলীপ কুমারকে আমরা বললে সে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ পদত্যাগ পত্রের বিষয়টি নিশ্চিত করে বলেন,পরবর্তী পদক্ষেপের জন্য জেলা প্রশাসক বরাবর প্রেরন করা হয়েছে।