সোমবার , ১২ আগস্ট ২০২৪ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সৈয়দপুরে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় 

প্রতিবেদক
সৈয়দপুর প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ

নীলফামারী সৈয়দপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জামায়াত নেতৃবৃন্দ।

সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় সৈয়দপুর প্রেসক্লাবে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী  উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ও শহর আমীর মুহা. শরফুদ্দিন খান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু বিন আজাদ রতন। 

এতে বক্তব্য দেন আলাপন সম্পাদক আমিনুল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিকরুল হক, সময় টিভির স্টাফ  রিপোর্টার সাকির হোসেন বাদল, প্রথম আলোর সৈয়দপুর ও পার্বতীপুর উপজেলা প্রতিনিধি এম আর আলম ঝন্টু, যুগান্তর প্রতিনিধি রুখসানা জামান শানু, নয়াদিগন্তের জাকির হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার পেশাজীবি বিভাগের সভাপতি খালিদ সাহাব, সেক্রেটারি ফারহান আলমসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও সকল স্তরের সংবাদকর্মীগণ৷ 

সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, আসুন ছাত্র শিক্ষক জনতা সাংবাদিক পেশাজীবী, শ্রমিক এক কাতারে এসে নতুন বাংলাদেশ গড়ায় অগ্রণী হই। বাংলাদেশ জামায়াতে ইসলামী এক্ষেত্রে আপনাদের সহযোগী হয়ে বাংলাদেশ তথা আমাদের প্রিয় শহর সৈয়দপুরে শান্তি ও সমৃদ্ধির মডেল হিসেবে উপস্থাপন করি৷ আমরা সকলে সৈয়দপুরীয়ান হয়ে দল মত ভুলে অতীতের বৈষম্যমুলক মানসিকতা ঝেড়ে ফেলে সকলে মিলে প্রত্যয়ী হই।

সর্বশেষ - নীলফামারী