নীলফামারীর সৈয়দপুরে এক সাংবাদিকের বাড়িতে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গণঅভ্যুত্থান পরবর্তী অরাজকতার শিকার এক মরহুম মুক্তিযোদ্ধা পরিবারের দূর্দশা নিয়ে সংবাদ প্রকাশের জেরে দূর্বৃত্তরা এমন নৈরাজ্য সৃষ্টি করেছে। ফলে ওই সংবাদ কর্মী জীবনের নিরাপত্তা হীনতায় চরম আতঙ্কে দিন পার করছেন।
এমতাবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ ও আতঙ্কিত সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার (৯ আগস্ট) বাদ জুমআ শহরের দারুল উলুম মাদরাসা মোড় সংলগ্ন রেলওয়ে অফিসার্স কলোনি সবুজ সংঘ মাঠের সামনে নিগ্রহে শিকার দৈনিক কালেরকন্ঠ ও দৈনিক করতোয়ার সৈয়দপুর উপজেলা সংবাদদাতা ও সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতুর বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
এসময় তাঁর সাথে ছিলেন দৈনিক প্রথম আলোর সৈয়দপুর ও পার্বতীপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক সংগ্রাম সংবাদদাতা জাকির হোসেন এবং জামায়াতের পেশাজীবি বিভাগের উপজেলা দায়িত্বশীল এ্যাডভোকেট ফারহান আলম।
জামায়াত আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ওই সাংবাদিক ও মরহুম মুক্তিযোদ্ধা মহরল আলীর ছেলে আব্দুর রাজ্জাকের সাথে দেখা করে তাদের উপর দূর্বৃত্তদের হামলার বিষয়ে খোঁজ খবর নেন। বিস্তারিত শুনে দুঃখ প্রকাশ করেন তিনি। উভয় পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, আমরা আপনাদের পাশে আছি। প্রাণ দিয়ে হলেও আর কোন হামলা হতে দেয়া হবেনা এবং জড়িতদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হবে।