কোটা সংস্কার আন্দোলনের ডাকা কর্মসূচি ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে উত্তরের গেটওয়ে ক্ষ্যাত নীলপামারীর সৈয়দপুর (আজ ৩ আগস্ট) শনিবার সন্ধ্যা ৭টায় এরই ধারাবাহিকতায় উপজেলার শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষেরাও পিছিয়ে নেই।
আজ সন্ধ্যায় শহরের ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর (শিহীদ স্মরণী মোড়ে) লাল ফিতা পরে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন। ওই মিছিলে শিক্ষার্থী, শিক্ষক ও নানান শ্রেনি পেশার মানুষ অংশ নেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এসে তারা বলেন “আপনারা জানেন আমরা কোন ব্যক্তিস্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য এ আন্দোলন। কী অপরাধ ছিল আমাদের ভাইদের? সাংবিধানিক আধিকার চাওয়াটি আমাদের অপরাধ? কী অপরাধে শত শত ভাইকে হত্য করা হলো? আমরা এর জবাব জানি না। কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলন থামাব না।
তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীতে সেপাক-টাকরো প্রতিযোগীতা অনুষ্ঠিত
তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীতে সেপাক-টাকরো (ফুট ভলিবল) প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে বাংলাদেশ সেপাক-টাকরো ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডের ভীষণ জনপ্রিয় সেপাক টাকরো বাংলাদেশে…