‘মাদকের ব্যাপারে জিরো টলারেন্স (নো ড্রাগ) এমনকি জুয়া, থাইগেইমস্, রাস্তায় চাঁদা আদায়, চুরি, চিন্তাই, আত্মহত্যা রোধেও বিশেষ ক্যাম্পেইনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন নীলফামারীর নবাগত পুলিশ সুপার মোকবুল হোসেন।
যোগদানের ২৪ ঘন্টার মধ্যেই গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করে নিজের বিশেষ ধরণের কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার বলেন, আমি গতকাল সোমবার (৮ জুলাই) বিকেলে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রথমেই গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করার উদ্যোগ নেই। কারণ সাংবাদিক ও পুলিশ সম্মিলিত ভাবে কাজ করলে অপরাধ প্রবণতা কমিয়ে আনা সম্ভব। সাংবাদিকই আমার পরম বন্ধু। কোন ঘটনা ঘটার সাথে পুলিশের আগেই সাংবাদিকরা খবর পেয়ে থাকে। তিনি আরো বলেন, শুধু চাকুরীজীবী নয়, সেবক হিসেবে কাজ করতে চাই এই জেলার মানুষের জন্য।
পুলিশ সুপার মোকবুল হোসেন বলেন, মাদক একটি মানুষ, পরিবার, সমাজকে ক্ষতির মুখে ফেলে দেয়। অপরাধের অন্যতম একটি অনুসঙ্গ এই মাদক। মাদকে কোন উপকার নেই বরং সমাজকে ধ্বংশ করে। এজন্য মাদকে কোন ছাড় দেয়া হবে না। যারাই জড়িত তাদের আইনের আওতায় আসতে হবে।
নীলফামারীতে আত্মহত্যার প্রবণতা রয়েছে এটি রোধে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে। বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে উদ্যোগ নেয়া হবে আত্মহত্যা প্রতিরোধে।
পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত আমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম ও সদর ট্রাফিক বিভাগের পরিদর্শক জ্যোর্তিময় রায়, নীলফামারী প্রেসক্লাব সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক নুর আলম, সিনিয়র সাংবাদিক প্রথম আলোর প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক ও সিনিয়র সাংবাদিক যমুনা টিভির আতিয়ার রহমান, রিপোটার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জল ও সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।
উল্লেখ্য, পিবিআই’র পুলিশ সুপার হিসেবে দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি নীলফামারী জেলায় পুলিশ সুপার হিসেবে পদায়ন হয় তার। তিনি ২৫তম বিসিএস ক্যাডার। এছাড়া বিদায়ী নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুরকে টাঙ্গাইল জেলায় বদলী করা হয়।
ঈশান আর্ক এশিয়া স্পোটর্স খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে
স্থপতি নটরডেমিয়ান ও বিকেএসপির প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটার মো: শাহরীন আলম শাহ্ ঈশান আর্ক এশিয়া স্পোটর্স শ্রীলঙ্কা-২০২৫ (ভারত,পাকিস্থান,বাংলাদেশ,শ্রীলঙ্কা) খেলতে আগামী ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার যাচ্ছে। ইনষ্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) ক্রিকেট স্কোয়াডে…