নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাজু (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুুুধবার বিকালে শহরের ওয়াবদা সংলগ্ন মুজার মোড় এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু নীলফামারীর জলঢাকার বাবুল্লাপাড়ার মফেল উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। পুলিশ ও প্রদক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সাজু মোটরসাইকেল যোগে ওয়াবদা মোড় থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এসময় উল্লেখিত স্থানে দ্রুত গতিতে এগিতে আসা একটি ট্রাক ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।