নীলফামারী জেলার সৈয়দপুরে ৫ম দফায় আশ্রয়ণের ঘর পেল ১১০টি অসহায় ও গৃহহীন পরিবার। আজ মঙ্গলবার (১১ জুন) বেলা ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে দেওয়া এসব ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে সৈয়দপুর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করেন।
সৈয়দপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এ ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, রিয়াদ আরফান সরকার রানা, ভাইস চেয়ারম্যান, মহসিন মন্ডল মিঠু, সানজিদা বেগম লাকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মোখছেদুল মোমিন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী ও সুবিধাভোগীরা। সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, এ উপজেলায় এর আগে চতুর্থ দফা পর্যন্ত ৫২৯টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এবার ১২০টি ঘরের মধ্যে ১১০টি বরাদ্দ করা হচ্ছে। এরমধ্যে ১০টি ঘর আগেই বরাদ্দ দেওয়া হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে ৫ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত দিয়ে একক ঘর নির্মাণের মাধ্যমে তাদের পুনর্বাসিত করা হচ্ছে।
সৈয়দপুর এক কলেজ থেকেই ৪৮ জন মেডিকেলে ভর্তির সুযোগ
নীলফামারীর সৈয়দপুরে এক কলেজ থেকেই এবারে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন ৪৮ জন শিক্ষার্থী। জেলার আলোচিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ওই ৪৮ জন শিক্ষার্থী। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল…