দিনাজপুরের চিরিরবন্দরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ জুন শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সরকারী পরিচালক জিহাদ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোছা. লায়লা বানু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউপি সচিব, ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর, উপ-সহকারি ভূমি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।