পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের সার্বিক উন্নয়নে কৃষির অবদান অপরিসীম। কিন্তু প্রতিবছর নদীভাঙ্গনে অনেক কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়াও বর্ষাকালে নদী প্লাবিত হয়ে উপকূলবর্তী অনেক জমির ফসল নষ্ট হয়। এজন্য প্রতিরক্ষা বাঁধ তৈরি করে নদীর উপকূলবর্তী বসতবাড়ি ও কৃষিজমি রক্ষা করতে হবে।
নদীভাঙন রোধে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই। নদীভাঙন রোধ করতে না পারলে আমাদের কৃষি উৎপাদন ক্রমশ হ্রাস পাবে। রবিবার (২রা জুন) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপত্বি করেন এরেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম হাবিবুর রহমান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথ ছিলেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোঃ বিপ্লব হাসান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, পুলিশ সুপার কামাল হোসন প্রমুখ।