দিনাজপুরের চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, চিত্রাংকন, সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ মে সোমবার দুপুর ১২টায় উপজেলা শিক্ষা অফিসের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা শিক্ষা অফিসার মোছা. মিনারা বেগমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, উপজেলা যুব উন্নয়ন অফিসার শহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হোসনে আরা বেগম, উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারি প্রকৌশলী মো. আরিফুজ্জামান আরিফ, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।