নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চার চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। সদ্য সমাপ্ত এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী অংশগ্রহণ করেন।এর মধ্যে দুজন প্রার্থী জামানত রক্ষার ভোট পেলেও চারজন জামানত হারিয়েছেন। এ নির্বাচনে রিয়াদ আরফান সরকার রানা ৩২ হাজার ৫৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। ১৭ হাজার ৪৯২ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমল হোসেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচন গত ২১ মে অনুষ্ঠিত হয়। এতে মোট বৈধ ভোটার সংখ্যা ছিল ৬৭ হাজার ৩০। বাতিলকৃত ভোটের সংখ্যা ছিল ১ হাজার ৯৯২টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ৬৯ হাজার ২২টি। যা প্রদত্ত ভোটের শতকরা হার ৩১ দশমিক।
ঘোড়া প্রতীকে ১ হাজার ৮৬৮ ভোট পেয়ে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার, মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৩২ ভোট পেয়ে জয়নাল আবেদীন, হেলিকপ্টার প্রতীকে ৭০৭টি ভোট পেয়ে মহসিন আলী ও টেলিফোন প্রতীকে ৯ হাজার ১৭৯ ভোট পেয়ে মোস্তফা ফিরোজ জামানত হারিয়েছেন।
উল্লেখ্য যে, সংশোধিত বিধি অনুযায়ী প্রার্থীদের জামানত রক্ষায় প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট পেতে হবে। এতদিন তা ছিল এক অষ্টমাংশ।