মানবিক দিক বিবেচনায় অটোরিকশা বন্ধ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দ্রব্য মুল্যের পরিস্থিতি, বিশ্ব মন্দাসহ নিম্ন আয়ের মানুষের জন্য মানবিক দিক বিবেচনা করে ব্যাটারিচালিত অটোরিকশা শহর এলাকায় চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এসব রিকশার কাঠামো , সুরক্ষা সবদিক বিবেচনা করে বাস্তবসম্মত নিয়মের মধ্যে আনার নির্দেশনা দিয়েছেন।

সোমবার (২০ মে) রাজধানীতে এক সমাবেশে একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিআরটিএ-কে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দেশের ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধ থাকবে।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা অটোরিকশা চলাচল সারাদেশেই বন্ধ করেছি। কিন্তু ঢাকা সিটিতে এই দুর্মূল্যের বাজারে নিম্ন আয়ের, সল্প আয়ের মানুষের দুঃখ কষ্টের বিষয়টা আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘অন্যান্য সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু ঢাকা সিটিতে এই মুহূর্তে, বর্তমানে বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা, বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, ডলারের উপর বিভিন্ন ধরনের চাপ আছে। এসব কথা বিবেচনা করে সিটি এলাকায় ব্যাটারিচালিত গাড়ি বন্ধের যে নির্দেশনা সেটা পরিবর্তন করে চালু রাখার নির্দেশ তিনি দিয়েছেন।’

মন্ত্রী আরও বলেন, ‘যারা এর সঙ্গে জড়িত তাদের বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আমাদের বিআরটিএ এদের প্রতিনিধিদের ডাকবেন, কথা বলবেন। তাদের গাড়ির যে সাইজ সেটি একটি নিয়মের মধ্যে আনতে হবে। গাড়ির সাইজ, উচ্চতা, চাকা যেন বাস্তবসম্মত হয়। সেই ব্যপারে বিআরটিএ প্রয়োজনীয় নির্দেশনা দিবে। প্রধানমন্ত্রী সবাইকে এই নির্দেশনা দিয়েছেন এবং কার্যকর করতে বলেছেন।’

এর আগে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গত বুধবার (১৫ মে) বনানীতে বিআরটিএ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় তিনি এই নির্দেশনা দেন।

সিদ্ধান্ত দেওয়ার পরদিন থেকে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান পরিচালনা করছে পুলিশ। পুলিশের অভিযান শুরু পর রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে অটোরিকশাচালকরা। রাজধানীর মিরপুর, কালসী, বাড্ডা , রামপুরা, খিলখেত, খিলগাঁও ও মোহাম্মদপুরে বিক্ষোভ করতে দেখা যায় অটোরিকশাচালকদের।

তাদের মতে, বেশ কয়েকবছর ধরে ব্যাটারি চালিত রিকশা চালিয়ে সংসারের হাল ধরেছেন অনেকেই। অনেকে আবার কিস্তিতে রিকশা কিনেছেন বেশিদিন হয়নি । সেই আয়ে সন্তানের পড়াশুনা-সংসার খরচ আর কিস্তির টাকা সবই নির্ভর করে।

  • Related Posts

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    প্রভাষ আমিন চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে একটা দারুণ বিভ্রান্তি তৈরি হয়েছে। কার বিরুদ্ধে আন্দোলন, কেন আন্দোলন, দাবি কার কাছে- এসব ঠিক পরিষ্কার নয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালে এক প্রজ্ঞাপন…

    Continue reading
    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে রবিবার (১৪ জুলাই) চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা সুবিধা পাবে না, তাহলে কি…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্ত মতামত

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    নিয়োগ পরীক্ষায় পাস না করেও কি কোটা ব্যবস্থায় চাকরি পাওয়া যায়?

    কোটা পুনর্বহালে স্থিতাবস্থা মানে কি?

    প্রধানমন্ত্রীর সফরে পাঁচ মূলনীতির উন্নয়ন করতে চায় চীন

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি