প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিভিন্ন জটিল রোগের চিকিৎসা এখন বাংলাদেশেই হচ্ছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার জটিল রোগে আক্রান্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাচাইপূর্বক আর্থিক সহায়তা প্রদান করছে। প্রতিরোধমূলক রোগ যাতে না হয়, সেজন্য সরকার বিনামূল্যে টিকা প্রদান করছে।গতকাল রবিবার (১৯শে মে) রংপুর সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে জটিল রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ এবং অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। জেলাপ্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুল মতিন, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্রোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২০৯ জন রোগীর মাঝে অনুদানের চেক এবং অনগ্রসর জনগোষ্ঠীর ১০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।