জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় তিনটি এতিমখানায় পুষ্টিবার্তা প্রদান ২০০ শিক্ষার্থীর মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ আজ ১১ মে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পাকেরহাট কেরাতুল কুরআন নূরানী হাফেজিয়া ক্বওমী মাদরাসা ও এতিমখানা, ভান্ডারদহ আল জামিয়াতুল ইসলামিয়া জামালুল কোরআন এতিমখানা ও মদিনাতুল উলুম মহিলা মাদরাসা ও এতিমখানায় প্রায় ২শ শিক্ষার্থীর মাঝে এই খাবার বিতরণ ও পুষ্টিবার্তা প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, গাইনী কনসালটেন্ড ডা. হাসিনা বানু ও অ্যানেসথেসিয়া কনসালটেন্ড ডা. রিজওয়ানুল কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা এতিমখানার শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যগত বিভিন্ন পরামর্শ দেন এবং লেখাপড়ার যেকোনো প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।