১১মে (শনিবার) রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা ২০২৪। বইমেলার উদ্বোধন হবে শনিবার বিকাল ৩ টায়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্র এই বইমেলা আয়োজন করছে। বইমেলা বাস্তবায়নের দায়িত্বে রয়েছে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়।
বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা, রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, স্বাধীনতা পদকপ্রাপ্ত ও ‘উত্তরবঙ্গ জাদুঘর’-এর প্রতিষ্ঠাতা এস এম আব্রাহাম লিংকন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক নেছার উদ্দীন আয়ূব।
উল্লেখ্য, এই বইমেলা চলবে ১৭ই মে পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বইমেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।