নীলফামারীর সৈয়দপুরের নবীন-প্রবীণ ও শিক্ষানবিশ আইনজীবীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় ইকু হোটেল এন্ড রিসোর্টে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী আলহাজ্ব মোঃ কামরুল হক। এ
সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী আলহাজ্ব মোঃ শাহজাহান আলী, সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী তুষার কান্তি রায়, আইনজীবী ও সাবেক পিপি এস এম ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে সঞ্চালন করেন সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান মন্টু।
ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানটি নবীন -প্রবীণ ও শিক্ষানবিশ আইনজীবীদের মিলন মেলায় পরিণত হয়। এতে প্রায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।