নীলফামারীর সৈয়দপুরে সড়ক অবরোধ করে রাস্তা ও ড্রেন পুননির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ।
সোমবার (৪ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ওই কর্মসূচি পালন করে পৌরসভার দশ নম্বর ওয়ার্ডবাসী।
এ সময় বক্তব্য বলেন, ব্যবসায়ি হাজী তসলিম, রওনক সিদ্দিকী, ময়নুল হক, খালিদ খান, গুড্ডুসহ অনেকে।
অবরোধের সাথে পালন করা হয় প্রতীক অনশন।
বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে তাদের ১০ নম্বর ওয়ার্ডবাসি নানান সমস্যায় ভুগছে। ওই ওয়ার্ডের মধ্যে ভাঙ্গা রাস্তা,রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে অনেকে পড়ে বিরম্বনায়। তাছাড়া রাস্তার মাঝে মাঝে খানাখন্দে পরিনত হয়েছে। অনেক বলাবলির পরও পৌর মেয়র কোন কর্নপাত করেন না। এদিকে ড্রেন ভেঙ্গে গিয়ে দুষিত পানি প্রবেশ করছে বসবাসের ঘরে। রাস্তায় ড্রেনের পানি হাঁটু পর্যন্ত জমে থাকে।
পৌর কাউন্সিলর কাজী হায়দার ওরফে মনোয়ার হোসেন এ সকল সমস্যা দেখার পরও তা সমাধানে আন্তরিকতা নেই।
আমরা দশ নম্বর ওয়ার্ডবাসি চরম দুর্ভোগে পড়ে আছি। শিশু সন্তানসহ বয়স্ক মানুষ ড্রেনের দুষিত পানির কারণে ভুগছে নানান অসুখে। এ সকল সমস্যার দ্রুত সমাধান দাবি করা হয় অনশন থেকে।
এ ব্যাপারে ওই ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ার কাজীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি মোবাইল না ধরায় মতামত নেয়া সম্ভব হয়নি। তবে পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন, ওই ওয়ার্ডের সমস্যা দ্রুত সময়ে সমাধান করা হবে।