দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারাইহাটে মাইনোরিটিস রুরাল সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কার্যক্রমের উদ্বোধনসহ এলাকার দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মাইনোরিটিস রুরাল সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লক্ষ্মীরাম টুডু লক্ষণ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সাবেক সভাপতি সোলেমন মারান্ডি, জমিদাতা বাবলু মুর্মু, থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন ও মাইটিভির প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু। এছাড়াও বক্তব্য রাখেন সুভাষ হেম্ব্রম, মিঠুন মুর্মু প্রমুখ। শেষে স্থানীয় দু’শতাধিক দুস্থ নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।