বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

অসহায় দুস্থদের মাঝে লায়ন্স ক্লাব অব নীলফামারী এলিটস’র শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৫, ২০২৪ ৫:৪১ পূর্বাহ্ণ

অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব নীলফামারী এলিটস। বুধবার (২৪ জানুয়ারি) জেলা জজকোর্টের বার ক্যাফটেরিয়ায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে লায়ন্স ক্লাব অব নীলফামারী এলিটস এর সভাপতি লায়ন এ্যাড. গোলাম মোস্তফা সজীব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ স¤পাদক লায়ন এ্যাড. এ.বি.এম জিকরুল হক বরকত, কোষাধ্যক্ষ লায়ন এ্যাড. মো. মশিউর রহমান প্রমুখ।
এসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানিয়ে লায়ন এ্যাড. গোলাম মোস্তফা সজীব জানান, হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। তারই অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব নীলফামারী এলিটস এর উদ্যোগে আমাদের এই ছোট্ট আয়োজন। আজ আমরা আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ শুরু করছি। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে দেড় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করবে লায়ন্স ক্লাব অব নীলফামারী এলিটস।
কম্বল বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব নীলফামারী এলিটস এর পরিচালক লায়ন এ্যাড. আল মাসুদ চৌধুরী, লায়ন এ্যাড. গোলাম রব্বানী দিপু, লায়ন এ্যাড. আতিকুল আরেফিন চৌধুরী দিদার, লায়ন এ্যাড. রাসাদ রিদওয়ান, লায়ন এ্যাড. জুলফিকার আলী ভুট্টু, লায়ন এ্যাড. সাগিরা আরসীত জাহান জেনী, লায়ন এ্যাড. নাসরিন সুলতানা (লাবণ্য), লায়ন এ্যাড. বিপুলার ইসলাম সরকার, লায়ন এ্যাড. শফিউল আলম সহ আরও অনেকে।

সর্বশেষ - রংপুর বিভাগ