দিনাজপুরের চিরিরবন্দরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় এজাহার দায়ের হয়েছে। এ ঘটনাটি উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে গত ৮ জানুয়ারি শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮টায় ঘটেছে। ঘটনার পরই ধর্ষক ফাহিম (২৫) পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ধর্ষক ফাহিম ওই এলাকার একরামুল হকের ছেলে।
অভিযোগকারী ভিকটিমের পিতা জানান, আমি আমার বাড়ি থেকে আনুমানিক ১০০ গজ দূরে দক্ষিণ দিকে নতুন বাড়ি নির্মাণ করি। প্রতিবেশি একরামুল হকের ছেলে ফাহিম আমার বাড়িতে নিয়মিত যাতায়াত করতো। ফলে আমার মেয়ের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। গত শনিবার সন্ধ্যার পর আমার মেয়ে রাতের পড়াশোনা শেষ করে তার দাদার বাড়িতে ফেরার পথে নির্জন স্থানে ফাহিম আমার নাবালিকা মেয়েকে বিভিন্ন প্রকার উচ্চাভিলাসী প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনার বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি প্রদর্শন করে। সে এ ঘটনা কারো নিকট প্রকাশ করলে তাকে প্রাণনাশেরও হুমকি প্রদান করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, ঘটনাটি মুঠোফোনে জানতে পারলে আমরা মেয়েটিকে উদ্ধার করি এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করি। বর্তমানে মেয়েটি তার পিতার বাড়িতে হেফাজতে রয়েছে। ধর্ষক ফাহিম পলাতক রয়েছে। আমরা আসামীকে গ্রেফতারের জোর তৎপরতা চালাচ্ছি।