মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় ৮ম ও ৯ম শ্রেণি শিক্ষকগণের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী জেলার সদর উপজেলা সহ ৫টি উপজেলার স্কুল ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগনকে দক্ষ করতে ১৮ডিসেম্বর হতে ২৪ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসুচী চলমান থাকবে। এতে জেলার প্রায় ৫হাজার ৮৪০জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ গ্রহন করবেন। ২০২৪ সালে নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদানে এসকল শিক্ষকদের প্রশিক্ষণ দিতে দক্ষ প্রশিক্ষক হিসেবে রয়েছেন ২১৮জন। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রশিক্ষণের শুভ সুচনা অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলনী কান্ত রায়। সঞ্চালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম। এসময় উপস্থিত অতিথিগন বলেন ২০২৪ সালে ৮ম ও ৯ম শ্রেণিতে শিক্ষার্থীদের নতুন কারিকুলাম অনুযায়ী পাঠদান করাতে হ¦েব। এজন্য সরকার সকল শিক্ষককে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলছেন। যে সকল শিক্ষকগণ প্রশিক্ষণে অংশ নিয়েছেন তাদের প্রত্যেককে প্রশিক্ষকের কাছ থেকে ভাল করে বুঝিয়ে নিতে বলেন। কারন এখানে প্রশিক্ষণ গ্রহন করে এসকল শিক্ষক নতুন বছরে নতুন কারিকুলামের বই হাতে শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাঠদান দিবেন। তাই আমরা আশা করছি সরকারি নির্দেশনা বাস্তবায়নে আপনারা সকলে প্রশিক্ষণে মনোযোগী হয়ে তা শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিবেন।