নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলা বাংলাদেশ এবার প্রতিপক্ষের মাটিতে খেলবে সাদা বলের সিরিজ। এরই মধ্যে নিউজিল্যান্ডের উদ্দেশে প্রথম দফায় দেশ ছেড়েছেন আফিফ-লিটনসহ অনেকেই। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউ জিল্যান্ডের পথে উড়াল দিলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা।
সাদা বলের দুই সংস্করণে খেলতে সহকারী কোচ নিক পোথাসসহ টেস্ট সিরিজের বাইরে থাকা ক্রিকেটাররা প্রথম বহরে শনিবার রাতে উড়াল দেন নিউজিল্যান্ডের উদ্দেশে। টেস্ট সিরিজে ব্যস্ত থাকা পাঁচ ক্রিকেটার রওয়ানা দিয়েছেন সোমবার রাতের ফ্লাইটে।
অধিনায়ক শান্ত, সহ-অধিনায়ক মিরাজসহ দ্বিতীয় বহরে যাত্রা করেছেন মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম। তাদের সঙ্গী হয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, দুই ভারপ্রাপ্ত কোচ ডেভিড হেম্প, কোরি কলিমোরসহ আরও কয়েকজন সদস্য।
ডানেডিনে আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। মূল লড়াই শুরুর আগে লিংকনে বৃহস্পতিবার ভোরে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। নেলসনে ২০ ও নেপিয়ারে ২৩ ডিসেম্বর হবে বাকি দুই ওয়ানডে।
নেপিয়ারে ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। মাউন্ট মঙ্গানুইয়ে পরের দুই ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর।
নতুন বছরে সোনার দামে রেকর্ড
নতুন বছর শুরুর পর প্রথমবারের মতো দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম বাড়ানোর…