নীলফামারীর সৈয়দপুরে রোববার (১০ ডিসেম্বর) ‘রাজস্বের প্রবৃদ্ধি, টেকসই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে নিয়ে পালিত হলো মূসক দিবস ও মূসক সপ্তাহ -২০২৩। শহরের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট এ সভার আয়োজন করে নীলফামারী যুগ্ম কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা কাস্টমস ও ভ্যাট বিভাগ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রসিডেন্ট প্রকৌশলী এস এম সফিকুল আলম ডাবলু।
বিশেষ অতিথি ছিলেন, নীলফামারী উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) নির্বাহী পরিচালক মো: শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে নীলফামারী জেলার শ্রেষ্ঠ করদাতা প্রতিষ্ঠান তারিখ গুল এর সত্ত্বাধিকারী ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিকের পক্ষে ক্রেস্ট গ্রহন করেন তারিখ গুলের সিও ইরফান আলম ইকু।
অনুষ্টানে সভাপতিত্ব করেন মোহাম্মদ রফিকুল ইসলাম ।
এসময় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, ইকু ও তারিখগুলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।