শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস – ২০২৩ উদযাপন 

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৯, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ

৯ ডিসেম্বর২০২৩নীলফামারী“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন,নীলফামারী ও দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র সহযোগিতায় যৌথভাবে দিবসটি উপলক্ষে নানাবিধ কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে জেলা শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালীন আলোচনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব পঙ্কজ ঘোষ। এর আগে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মহোদয়। 

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব পঙ্কজ ঘোষ। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক-আল-মাসুদ। 

আলোচনা সভায় আরো বক্তব্য দেন, নীলফামারী জেলার পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব মোঃ সাইফুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), জেলা কমিটির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল লতিফ সরকার, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান লিটু, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ জনাব মো. গোলাম মোস্তফা, বিটিভি জেলা প্রতিনিধি ও দুপ্রক এর সদস্য মো. নুর আলম, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. আসাদুজ্জামান, সদর উপজেলা ভূমি অফিস কেন্দ্রিক গঠিত একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সহ-সমন্বয়ক নির্মল চন্দ্র রায় প্রমূখ।  

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক মো: ইমরান হোসেন। সভায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে টিআইবি’র ১৭ দফা দাবি উপস্থাপন করেন সনাক সহ-সভাপতি জাহানারা রহমান ডেইজি। 

দুই ঘন্টাব্যাপী আয়োজিত সভায় সেবা পেতে জনগণের ভোগান্তি কমানো, সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে অনিয়ম/দুর্নীতি কমানোর উপর গুরুত্বারোপ করা হয়। আয়োজিত সভায় জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী, রোভার-স্কাউট গ্রুপের সদস্যবৃন্দসহ সনাক ও ইয়েস সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। 

সর্বশেষ - নীলফামারী