নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষায় অংশ নিবে ২৪ হাজার ৫৫০ পরীক্ষার্থী। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য আনুযায়ী প্রথম ধাপের পরীক্ষায় নীলফামারী জেলার ৩১টি কেন্দ্রে পরীক্ষার জন্য সকল ধরনের প্রস্তুতি চলছে। জেলা সদর সহ ৫টি উপজেলার পরীক্ষার্থীদের জন্য কেন্দ্র হিসেবে নির্ধারন করা হয়েছে সদর উপজেলায় ১৫টি ও সৈয়দপুর উপজেলায় ১৬ টি কেন্দ্র। সরকারি নির্দেশনা মোতাবেক শুক্রবার(৮ ডিসেম্বর) পুর্ব থেকে নির্ধারিত কেন্দ্র গুলিতে সকল ধরনের ব্যবস্থা গ্রহন করে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় কোন পরীক্ষার্র্থী নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রচলিত পরীক্ষা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এম. শাহ্জাহান সিদ্দিক দৈনিক শিক্ষাডটকম কে বলেন সরকারি নির্দেশনা মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। নির্দেশনা মেনে নিয়মনীতি অনুযায়ী সকল পরীক্ষার্থী হলে প্রবেশ করবেন। এর পরেও যদি কোন পরীক্ষার্র্থী অনিয়মের চেষ্টা করে ধরা পড়েন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন গুজবে কান না দিয়ে নিজের মেধা ও যোগ্যতা দিয়ে পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশ নিয়ে একজন আদর্শবান শিক্ষক হোন।