১৫০ গ্রাম গাঁজাসহ মৃনাল চন্দ্র রায় (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সারে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসত বাড়ির ভিতর থেকে গাঁজাসহ তাঁকে গ্রেফতার করা হয়। সে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর সিঙ্গের গাড়ি গ্রামের জ্যোতিস চন্দ্র রায়ের ছেলে।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় সাংবাদিকদের জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ও গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যাবাসায়ীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট নুর-ই আলম সিদ্দীকিকে জানালে তিনি তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ওই মাদক ব্যাবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ডসহ ২ শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার ওই সাজাপ্রাপ্ত ওই আসামীকে নীলফামারী জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকী বলেন, মৃনাল চন্দ্র নিয়মিত এক মাদকসেবি ও ব্যবসায়ী তাঁর কারনে এলাকার উঠতি যুবসমাজ ধ্বংসের দারপ্রান্ত রয়েছে। তাঁর হাত থেকে ও মাদক থেকে যুবসমাজকে দুরে রাখতে আইনঅনুযায়ী ওই মাদক ব্যাবসায়ীকে সাজা প্রদান করা হয়েছে।