বাঁদরওয়ালা

Byadmin

অক্টোবর ৩১, ২০২৩

হোসাইন মুহম্মদ আনোয়ার

আয় ছুটে আয় দেখবি কে রে

বাঁদর খেলা, বাঁদর নাচ

বাঁদরওয়ালা নাচে সাথে

রং বেরঙের নানান ধাঁচ।

বাঁদরওয়ালার মস্ত টুপি

আলখাল্লাটা বহুরূপী

মানুষ তো নয় আস্ত যেন

নিজেই বাঁদর মানুষরূপী।

বাঁদরওয়ালা কাটছে ছড়া

প্রাণ খুলে দেখ বিশ্বজোড়া

কে দেখাবে এমন খেলা

মন ভোলানো ম্যাজিক মোড়া!

বাঁদরওয়ালার মিষ্টি কথায়

জমছে মানুষ বটতলায়

রঙ্গ শেষে ভাঙলো খেলা

থাকবে কে আর হাটখলায়?