বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

আব্দুর রহমানের খুটির জোর কোথায়? নীলফামারীতে লাইসেন্স ছাড়াই চলছে নিম্নমানের ভেজাল জ্বালানী তেলের রমরমা ব্যবসা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৫, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ণ

নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের শখের বাজার এলাকায় সরকারী অনুমোদন ছাড়াই দোকানের মধ্যে পানির ট্যাংকি স্থাপন করে চলছে জ্বালানী তেলের ব্যবসা। অভিযোগ উছেঠে ডিসপেনসার মেশিন বসিয়ে অবাদে বাংলা পেট্রোল, ডিজেলসহ জ্বালানী তেল বিক্রি করছে আব্দুর রহমান নামে নামে এক ব্যক্তি। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে। তার নামে একাধিক প্রতারনার অভিযোগ রয়েছে।
এলাকাবাসী বড় ধরনের দূঘটনা এড়াতে এবং এই অবৈধ পাম্পের ভেজাল জ¦ালানী তেল বিক্রি বন্ধ করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগে জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।
সরেজমিনে দেখা যায়, সদরের কুন্দপুকুর ইউনিয়নের সখের বাজারে পানির টেংকিতে প্রেট্রল, ডিজেল ও অকটেন রাখা হচ্ছে। প্রেট্রলিয়াম কর্পোরেশনের গাড়ি থেকে প্লাস্টিকের বালতিতে করে নামনো হচ্ছে।
পার্বতীপুর ডিপো থেকে কোন পাম্পের ট্যাংকলড়ীর ড্রাইভার তেল নিয়ে যাওয়ার পথে আব্দুর রহমানের সিন্ডিকট উক্ত ড্রাইভারকে মোটা অংকের টাকার লোভ দেখিয়ে সড়কে দুইপাশে ছোট ছোট টং ঘরে পাইপ দিয়ে গাড়ি থেকে তেল নামানো হয় এবং ময়লা ভেজাল বাংলা তেল ট্যাংকলড়ীতে ঢুকিয়ে দেয়। এই ভেজাল তেল পরবর্তীতে পাম্পের মাধ্যমে পেট্রল, ডিজেল ও অকটেন হয়ে ক্রেতার কাছে পৌছাচ্ছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে আব্দুর রহমান নামের এই তেল ব্যবসায়ী সৈয়দপুর উপজেলায় টার্মিনাল সড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে রীতিমতো তেলের ডিপো স্থাপন করে ভেজাল বাংলা তেলের ব্যবসা করে আসছেন। অথচ পেট্রোলিয়াম কর্পোরেশনের আইন অনুয়ায়ী একজন ডিলার ডিপো থেকে তেল নিয়ে সরাসরি পাম্পের মাধ্যমে ক্রেতার কাছে পৌছে দেয়া হয়। অথচ উক্ত তেল ব্যবসায়ী একটি জনবহুল এলাকায় বাসাবড়িতে লাখ লাখ লিটার ভেজাল বাংলা জ্বালানী তেল মজুদ রাখছেন যা অত্যন্ত বিপদজনক।
জানা যায়, একটি পাম্প স্থাপনের জন্য ট্রেড লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্স,ফায়ার লাইসেন্স,এজেন্সি লাইসেন্স ও সবশেষে ডিসি পারমিশন প্রয়োজন হয়। এসব কাগজ পত্রাদি যাচাই বাছাই শেষে এজেন্সি লাইসেন্স প্রদান করা হয়। অথচ সে একটা বিস্ফোরক লাইসেন্স এর আবেদন করেই ব্যবসা শুরু করেছে যা সর্ম্পূনরুপে অবৈধ।
পার্বতীপুর ডিপো’র ট্রাক ও ট্যাংলড়ীর সমিতির সম্পাদকের বক্তব্য অনুযায়ী আব্দুর রহমানের বাড়ী সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি এলাকায়। সেখানে ভেজাল তেলের ব্যবসায় ধরা খেয়ে হক পরিবহনের হেলপার হয়ে পার্বতীপুর এলাকায় আসে। এখানে বিভিন্ন ট্রাক ও ট্যাংলড়ীর হেলপার থাকা অবস্থায় ট্রেনে আসা তেল পাটের বস্তায় ভিজিয়ে বিক্রি করতো। বছর দু’য়েক আগে উত্তরবঙ্গের তেল ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন ও সম্পাদক মামুনের মৃত্যুর পর আব্দুর রহমানের ভেজাল তেল সিন্ডিকেট পার্বতীপুর ডিপোতে সক্রিয় হয়ে উঠে। মাত্র ২ বছরে ৩টা পাম্পের মালিকানাসহ মোট ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে আব্দুর রহমানের এই চক্র।
নাম প্রকাশে অনিচ্ছুক দিনাজপুর জেলার খানসামা উপজেলার এক পাম্প মালিক বলেন, আব্দুর রহমানের পাল্লায় যেন কেউ না পড়ে। সে অতি সুক্ষুভাবে পাম্পের স্টাফদের মারফতে সিন্ডিকেট করে তেল সরবরাহ করে দাদনব্যবসায়ীর মতো বিল দেখিযে একসময় পাম্পের মালিকানা নিয়ে নেয়। ডোমার উপজেলার সরকার পাম্প এবং পলাশবাড়ীর সামসুল পাম্প একই কায়দায় মালিকানা কিনে নিয়েছেন। তিনি আরও বলেন “আমরা আতংকিত তার মতো অবৈধ ব্যবসায়ী এই এলাকার পাম্পগুলোকে ধ্বংস করে দিচ্ছে”।
বিশেষঞ্জদের মতে ভেজাল মিশ্রিত তেল বিক্রি যেমন অবৈধ তেমনি অনুমোদিত তেল ব্যবসায়ীদের লোকসান হচ্ছে এবং গাড়ীর ব্যাপক ক্ষতি হচ্ছে। তেলের ডিলার ও ব্যবসায়ীরা এ বিষয়ে সংশ্লিষ্ঠ দফতরে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য নিদের্শ দিয়েছি।
জেলা পুলিশ সুপার গোলাম সবুর বলেন,“অবৈধভাবে জ্বালানী তেল বিক্রির কোন নিয়ম নেই। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে”।

সর্বশেষ - নীলফামারী

আপনার জন্য নির্বাচিত

আগে রাতে বাস পুড়িয়ে ভয় দেখিয়ে অবরোধ, মানুষ অতিষ্ট

ডোমারের ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী সার বিক্রির অভিযোগ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার, নিজ ঘরে উঠছেন আরও ১৮ হাজার গৃহহীন পরিবার

প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি কার্যক্রম বাস্তবায়নকারী কৃষক ও কৃষাণীদের সমন্বয়ে কর্মশালা। 

সৈয়দপুর ডিপোতে রেলের সরঞ্জামেরওজন নিয়ন্ত্রণে ডিজিটাল ব্রিজ স্কেল

ডিমলা আওয়ামী লীগে নেতার কান্ড গন উপদ্রব্যের অভিযোগে দুই নারী সহ আটক ৪

ডিমলা আওয়ামী লীগে নেতার কান্ড গন উপদ্রব্যের অভিযোগে দুই নারী সহ আটক ৪

প্রথম চ্যালেঞ্জ পার করেছে আওয়ামীলীগ, সামনে আরও তিন

প্রথম চ্যালেঞ্জ পার করেছে আওয়ামীলীগ, সামনে আরও তিন

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের শেষ মুহুর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

নীলফামারীতে নাশকতার মামলার পলাতক আসামী সহ বিভিন্ন মামলায় ৪২ গ্রেপ্তার

নীলফামারীতে নাশকতার মামলার পলাতক আসামী সহ বিভিন্ন মামলায় ৪২ গ্রেপ্তার

কুড়িগ্রাম যাচ্ছেন ভুটানের রাজা, সৈয়দপুরে কঠোর নিরাপত্তা