র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, প্রতারক, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে র্যাবের ব্যাপক অভিযান অব্যাহত থাকে।
গত ০১ অক্টোবর ২০২৩ তারিখে সিপিসি-২, নীলফামারী, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন ৫নং ফরিদপুর ইউপিস্থ দক্ষিন ফরিদপুর গ্রামের ঘ্যাগের বাজার এলাকা হতে মোঃ রানা সরকার (৩২), পিতা- মোঃ নুরন্নবী সরকার, সাং- মধ্য ফরিদপুর, থানা- সাদুল্লাপুর, জেলা-গাইবান্ধা নামক এক মাদক ব্যবসায়ীকে মাদক কেনাবেচার সময় হাতেনাতে গ্রেফতার করে। এ সময় উক্ত আসামীর দেহ তল্লাশি করে ৩টি জিপার ব্যাগে রক্ষিত ৫৫৫ পিস ইয়াবা পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত অটোরিকশা চালানোর পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক সম্রাট রানা মাদক ব্যবসার সাথে তার দীর্ঘদিন সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।