ডিমলায় কৃষি খাতকে এগিয়ে নেয়ার ব্যাপারে উপজেলা কৃষি বিভাগ, মাঠে ময়দানে কৃষি সেবা কৃষকদের দোরগোড়ায় পৌঁছার ব্যাপারে  নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, এবং  তাদেরকে স্বাবলম্বী করার ধারাবাহিকতায় মাসকলাই ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। 

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে   অত্র  উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৬৫ জন  কৃষকদের মাঝে জন প্রতি বিনামূল্যে ৫ কেজি মাসকলাই বীজ,১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এম ও পি সার বিতরণ করা হয়েছে।

এতে উপজেলা নির্বাহী অফিসার নুর- ই- আলম সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, বাবু নিরেন্দ্র নাথ রায় সহ সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

এসময় উপজেলা কৃষি অফিসার বলেন,  বাংলাদেশ একটি  কৃষি প্রধান দেশ। কৃষিকরাই কৃষির মুল মেরুদণ্ড। তাদের মূখে এক ফ্যালি হাসি  ফুটানো হউক আমাদের একমাত্র কাম্য।