নীলফামারীর কিশোরগঞ্জে নিতাই ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনটি ঝকঝক করছে। অথচ জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ দেখানো হয়েছে। বরাদ্দ নেওয়া হয়েছে দেড় লাখ টাকা। শুধুমাত্র ২৫/৩০ হাজার টাকায় নিচের ৩টি কক্ষ দায়সারা রং করেছে বলে স্থানীয়রা জানিয়েছে। এভাবে উপজেলার ১৪২টি বিদ্যালয় সংস্কারের নামে প্রধান শিক্ষক ও শিক্ষা অফিসের বিরুদ্ধে প্রায় কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থ বছরে পিইডিপি-৪ এর আওতায় সংস্কারের জন্য ১২টি বিদ্যালয় ২ লাখ করে এবং ১১টি বিদ্যালয় দেড় লাখ করে টাকা বরাদ্দ হয়। রুটিন মেইনটেন্সের জন্য ১০৯টি বিদ্যালয়ে ৪০ হাজার করে ও ওয়াশব্লক সংস্কারের জন্য ১৫টি বিদ্যালয় ২০ হাজার করে টাকা বরাদ্দ পায়। এছাড়া শ্লিপ প্রকল্পের টাকা থেকেও প্রতেকটি বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের কাজ করা হয়।
সরেজমিনে নিতাই ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয় গিয়ে প্রধান শিক্ষক মঞ্জের আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আামার স্কুল জরাজীর্ণ ও ঝকিপূর্ণ নয়। বরাদ্দকৃত টাকা দিয়ে নিচতলার ৩টি কক্ষ রং করেছি। সংস্কারের প্রয়োজন না থাকায় ভবনটির কোন কিছু মেরামত করা হয়নি।
এদিকে বদি মাঝাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ৬জন শিক্ষার্থী মাঠে ফুটবল খেলছে। প্রধান শিক্ষক নিপেন্দ্রনাথ শিক্ষা অফিসে ও একজন শিক্ষক বাড়িতে গেছেন। উপস্থিত একমাত্র শিক্ষিকা আয়েশা সিদ্দিকা জানান, সংস্কারের টাকা দিয়ে ওই ভবন মেরামত ও রং করা হয়েছে। কিন্তু ভাঙ্গা জানালা দিয়ে ভিতরে দেখা যায়, রং বিহীন কক্ষটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
তেতুলতলা প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দকৃত ২লাখ টাকার কোন কাজ হয়নি বলে স্থানীয়রা জানিয়েছে। ভবনটিতে সংস্কার কাজের কোন চিহ্ন নেই। পূর্ব পাশে রং উঠে যাওয়ায় পলাস্তারা বের হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকলিমা বেগম জানান, বরাদ্দের টাকা দিয়ে তিনি ভবনের বাইরে কোন কাজ করেননি, বিদ্যুতের লাইন মেরামতসহ অভ্যন্তরীণ কাজ করেছেন।
দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে খেলনার জন্য বরাদ্দ হয়েছে দেড় লাখ টাকা। কিন্তু বাস্তবে কোন উপকরণ (দোলনা ও স্লিপার) নেই। ম্যানেজিং কমিটির সভাপতি ছামছুল আলম জানান, প্রধান শিক্ষক শুধু একটা ফুটবল কিনেছে। এছাড়া সয়রাগন্ধা দোলাপাড়া প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য বরাদ্দকৃত ২ লাখ টাকার কাজ না হওয়ার একই চিত্র ফুঠে উঠেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মাদ এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যালয়ের সংস্কার কাজ দেখভাল করে আমি প্রত্যয়ন দেই না। যেনতেন সংস্কার কাজ করে টাকা উত্তোলন ও ভালো ভবন জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ দেখিয়ে বরাদ্দকৃত টাকা ভাগবাটোয়ারার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অফিসে আসেন সাক্ষাতে কথা হবে।
নীলফামারীতে আগাম আলু তোলা শুরু, মাঠেই বিক্রি ৯০ টাকা কেজি
উত্তরের জেলা নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু তোলা শুরু করেছেন কৃষকরা। আলু উৎপাদন করে ভাগ্য বদলের পাশাপাশি দেশের অর্থনীতে ভূমিকা রাখছেন তারা। এবার আলুর দাম ভালো পেয়ে খুশি কৃষকরা। মাঠেই নতুন…