নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের আট বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল মঙ্গলবার(১৮ জুলাই)। ওই সম্মেলন ঘিরে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে মাঠে রয়েছেন পাঁচজন প্রার্থী। নেতাকর্মীদের সমর্থনের আশায় এসব প্রার্থীর বেড়েছে দৌঁড়ঝাপ।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ১০টায় আয়োজন করা হয়েছে সম্মেলনের। আয়েজন ঘিরে অনুষ্ঠানস্থলসহ আশপাশ এলাকা শোভাপাচ্ছে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা রং বে-রঙের ফেস্টুন ব্যানার টানিয়ে সমর্থন চেয়েছেন নেতাকর্মী ও কাউন্সিলরদের।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা জানান, সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক স¤পাদক সুজিত রায় নন্দী। সম্মানিত অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত থাকবেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য সাবেকমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক একেএম আফজালুর রহমান বাবু।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল। স্বাগত বক্তৃতা দিবেন জেলা স্বেচ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী।
সম্মেলনে নতুন সভাপতি সাধারণ স¤পাদক কে হবেন নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে চলছে বিশ্লেষণ। তবে যোগ্য ব্যক্তিরাই নেতৃত্বে আসবেন এমন প্রত্যাশা করছেন সাধারণ নেতাকর্মীরা।
ত্রি-বার্ষিক ওই সম্মেলন ঘিরে সভাপতি পদের প্রত্যাশী রয়েছেন তিনজন। তারা হলেন বর্তমান সভাপতি মো. কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক জ্যোর্তিময় রায় খোকন। সাধারণ সম্পাদক পদের পাঁচ প্রার্থী হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আমিন স্বপন, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বিপ্লব হোসেন বাবু, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান মিলু ও নীলফামারী পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য নাদিব জামান উষা।
উল্লেখ যে, ২০১৪ সালের সেপ্টেম্বরে সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এবার সংগঠনটির দ্বিতীয় বারের ন্যায় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ৪৫০জন কাউন্সিলর এবং ৯০০ জন ডেলিগেট থাকবেন অংশ নিবেন ওই সম্মেলনে।
তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীতে সেপাক-টাকরো প্রতিযোগীতা অনুষ্ঠিত
তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীতে সেপাক-টাকরো (ফুট ভলিবল) প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে বাংলাদেশ সেপাক-টাকরো ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডের ভীষণ জনপ্রিয় সেপাক টাকরো বাংলাদেশে…