নীলফামারী জেলা স্বেচ্ছাসেবকলীগের দ্বিতীয়বারের মত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ১৮জুলাই মঙ্গলবার। ইতোমধ্যে সম্মেলন ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনটি। পোস্টার ব্যানার আর বিলবোর্ডে ছেয়ে গেছে জেলা শহরের বিভিন্ন প্রান্ত।নেতা কর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দিপক চক্রবর্তি জানান, ২০১৪ সালের সেপ্টেম্বরে সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। আগামীকালের সম্মেলন নিয়ে দ্বিতীয় বারের মত সম্মেলন অনুষ্ঠিত হবে নীলফামারী জেলা কমিটির।
তিনি বলেন, সম্মেলনে ৪৫০জন কাউন্সিলর এবং ৯০০জন ডেলিগেটস থাকবেন এছাড়াও সম্মেলন সফল করতে ৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে।