ডেঙ্গু চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের প্রার্দুভাব রোধে জেলা পুলিশ বিশেষ ‘ক্লিনিং সাটারডে’ কর্মসুচি পালন করেছে। কর্মসুচির আওতায় গতকাল শনিবার পুলিশের প্রতিটি দফতরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসুচি চালানো হয়। সকালে নীলফামারী পুলিশ লাইন্সে এর উদ্বোধন করেন পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম-সেবা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম বলেন, বর্ষা মৌসুম ঘিরে ডেঙ্গু রোগের প্রার্দুভাব দেখা দিচ্ছে। সচেতনতামূলক কর্মসুচির অংশ হিসেবে আমরা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছি যাতে কোথাও ডেঙ্গুর লার্ভা না জন্মে। প্রতি শনিবার এই কর্মসুচি পালন করা হবে।
এসিসিএফ ব্যাংকের টাকা ফেরত না পেয়ে গ্রাহকরা হতাশ
আজিজ কো-অপারেটিভ কর্মাস অ্যান্ড ফাইন্যান্স (এসিসিএফ) ব্যাংক এর গ্রাহকরা জমানো টাকা ফেরত না পেয়ে হতাশ। জমাকৃত আমানতের প্রায় দেড় কোটি টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে ব্যাংকের ম্যানেজার জাহিদ শাহ্ এর বিরুদ্ধে।…