বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকাল ৪ টায় সৈয়য়দপুর উপজেলা মডেল মসজিদে এর আয়োজন করা হয়। এতে সৈয়দপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করে। রমজানের শিক্ষা ও ছাত্রজীবনে এর প্রভাব শীর্ষক আলোচনা সভায় বিশদ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর সদর শাখার সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, নীলফামারী জেলার সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক ও বর্তমান নীলফামারী শহর শাখার বায়তুল মাল সম্পাদক আব্দুর রহিম। সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ হাফিজুল ইসলাম।