দিনাজপুরের চিরিরবন্দরে জেলা প্রশাসক কতৃক বিভিন্ন দপ্তর পরিদর্শন ও কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ মার্চ মঙ্গলবার দুপুর দেড়টায় দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদ, উপজেলা ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা কমপ্লেক্স·, উপজেলা নির্বাহী অফিস পরিদর্শন শেষে বিকেল ৩ টায় উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শেষে ২৫ জন অসহায় এবং দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, সহকারি কমিশনার (ভ‚মি) রুনাল্ট চাকমা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ড, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল্লাহ আল ইফরান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, থানার অফিসার ইনচার্জ আঃ ওয়াদুদসহ সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।