শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

পঞ্চগড়ে ভারতীয় সীমান্ত রক্ষীর গুলিতে বাংলাদেশী নিহত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ৮, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ

পঞ্চগড়ের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর(বিএসএফ) গুলিতে মোঃ আল আমিন(৩৬) এক বাংলাদেশী চোরাকারবারী নিহত হয়েছে। শনিবার(৮ মার্চ) পঞ্চগড় সদরের হাড়িভাসা ইউনিয়নের বড়কামাত সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন হাড়িভাসা জিন্নাত পাড়া এলাকার সুরুজ আলীর ছেলে।

৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ৩টা ৯ মিনিটে ভারতের ভাটপাড়া নামক স্থানে সীমান্ত পিলার ৭৪৪/৭-এস এর নিকটে একদল চোরাকারবারী গরু পাচারের সময় বিএসএফ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে চোরাকারবারীরা ধারালো অস্ত্র দিয়ে বিএসএফ এর সদস্যকে আঘাত করলে আত্মরক্ষার জন্য বিএসএফ সদস্যরা দুই রাউন্ড গুলি চালায়। এতে আল আমিন নামে এক বাংলাদেশী চোরাকারবারী নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক (৫৬ বিজিবি) লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসসি জানান, নিহত আল-আমিন বাংলাদেশী নাগরিক হলেও চোরাচালানের জন্য সে অধিকাংশ সময় ভারতে অবস্থান করতো। ভারতীয় চোরাকারবারীদের সাথে যোগসাজসে গরু পাচারের সাথে সম্পৃক্ত ছিল সে। গরু পাচারের চেষ্টাকালে বিএসএফ এর গুলিতে নিহত হন তিনি। শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে ১১টা ১০ মিনিট পর্যন্ত বিএসএফ ৪৬ ব্যাটালিয়ন ও বিজিবি ৫৬ ব্যাটালিয়ন পতাকা বৈঠক শেষে মরদেহ উদ্ধার করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি জানান, সীমান্ত হত্যার মাধ্যমে বিএসএফ মানবাধিকার লঙ্গন করেছে যা অপ্রত্যাশিত এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা তাদের এমন কর্মকান্ডে কঠোরভাবে প্রতিবাদ জানাই। 

সর্বশেষ - রংপুর বিভাগ

আপনার জন্য নির্বাচিত