দিনাজপুরের চিরিরবন্দরে ফতেজংপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ মার্চ শনিবার বিকাল সাড়ে ৫টায় হাশিমপুর মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে ফতেজংপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।
ফতেজংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে এসময় চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূর এ আলম সিদ্দিকী নয়ন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা কৃষক দলের সভাপতি ও সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহ, উপজেলা বিএনপির সদস্য ও ফতেজংপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর আলম মাসুম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা মো. মাসুদ বিল্লাহ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি ও ফতেজংপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়াসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।