দিনাজপুরের চিরিরবন্দরে অগ্নিকান্ডে একটি সর্বস্ব পুড়ে ভস্মিভূত হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি গত ৭ মার্চ শুক্রবার দুপুরের পর উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের এমাজউদ্দিনের বাড়িতে ঘটেছে। আগুনে এমাজউদ্দিনের পরিবারের ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন প্রকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে অনেকেই প্রাথমিকভাবে ধারণা করছেন।
এ সংবাদ পেয়ে বিকাল সাড়ে ৫টায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এমাজউদ্দিন ও তার পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র ও শুকনা খাবার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা শাহ গোলাপসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।