'মাদককে না বলি, সুস্থ্য সুন্দর সমাজ গড়ি' স্লোগানে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ মার্চ শুক্রবার বিকালে উপজেলার রানীরবন্দরের সচেতন নাগরিক কমিটির আয়োজনে এ মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিটি রানীরবন্দরের সুইহারীবাজার বাইতুল হামদ জামে মসজিদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মসজিদ চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, সকল প্রকার মাদকের আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হবে। মাদক কারবারিদের কালো হাত ভেঙ্গে দেয়া হবে। মাদক সেবন যেখানে রুখবো মোরা সেখানে।