মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে পু¯পস্তবক অর্পণ করেছে।
সকাল ৮টায় প্রভাতফেরির মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণের কর্মসূচি শুরু হয়। এসময় সনাক সভাপতি ও সহ-সভাপতিসহ সদস্যগণ, ইয়ুথ গ্রুপ, এসিজি ও সুধীজনরা অংশগ্রহণ করেন।
সনাক সভাপতি মোঃ আকতারুল আলম ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ করে মাতৃভাষার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহবান জানান।
সনাক নীলফামারী বরাবরের মতোই দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সমাজের সকল স্তরের মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ দিবসটি উদযাপনের মাধ্যমে সংগঠনটি সমাজে ভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি নৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।