শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

দিনাজপুর ডাক বিভাগের উদ্যোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্মারক ডাক টিকিট প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিবেদক
সৈয়দপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী স্মারক ডাক টিকিট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনাজপুর ডাক বিভাগের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় প্রতিষ্ঠানটির টিএসসি চত্বরে ওই স্মারক ডাক টিকিট প্রদর্শনীর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা।

এতে বিশেষ অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ডাক অধিদপ্তরের পরিচালক (স্ট্যাম্পস) কাজী মামুনুর রশিদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নিদের্শনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, উত্তরাঞ্চল রাজশাহীর পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ জিয়াউর রহমান, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রফেসর ও বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটির সাংগঠনিক সম্পাদক ড. উদয় শংকর বিশ্বাস এবং দিনাজপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. জাহেরুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডাক বিভাগের দিনাজপুর বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. রশিদুল হাসান এবং সঞ্চালনা করেন সহকারী পোস্ট অফিস পরিদর্শক মো. তইফুল ইসলাম তপু।
দিনব্যাপী স্মারক ডাকটিকিট প্রদর্শনীতে প্রায় দেড় শতাধিক ডাকটিকিট প্রদর্শন করা হয়।

বাংলাদেশ ডাক বিভাগের দিনাজপুর বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. রশিদুল হাসান মহান একুশে ফেব্রæয়ারি উপলক্ষে ওই স্মারক ডাকটিকিট প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে বিশ^বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ডাক বিভাগের সংরক্ষিত পুরাতন ডাকটিকিট সমূহ দেখে মুগ্ধ হন।

সর্বশেষ - নীলফামারী