মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালি চিরিরবন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া। এছাড়াও বিএনপি'র উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।