মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটিকায় নীলফামারী সদর উপজেলা কনফারেন্স রুমে সদর উপজেলা পুষ্টি সমন্ময় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত।
সভায় নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান সাত্ত্বনা চক্রবর্তী সহ উপজেলায় ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও উপজেলা পুষ্টি সমন্ময় কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন সংশ্লিষ্ট দপ্তরের দ্বিমাসিক পুষ্টি কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
জয়েন্ট এ্যাকশন নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের ইএসডিও র উপজেলা ম্যানেজার মোঃ শরিফ আহম্মেদ শাহ্ প্রকল্পের আওতায় সদর উপজেলার পুষ্টি বিষয়ে জানো প্রকল্পের আওতায় প্রত্যেক ইউনিয়নে পেয়ারা,লেবু গাছের চারা বিতরণ, পুষ্টি সপ্তাহ পালন এবং প্রকল্পের আওতায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বিষয়ে আলোচনা করেন।
উপস্থিত সকল সদস্য গন জানো প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন জানো প্রকল্পের সহযোগিতায় আগামী জুলাই মাসে একটি পুষ্টি মেলা অনুষ্ঠিত হবে উক্ত মেলায় পুষ্টি সংশ্লিষ্ট দপ্তরকে উপস্থিত থাকতে অনুরোধ করেন।
উল্লেখ জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তা বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) রংপুর ও নীলফামারী জেলার ৭ টি উপজেলায় সরকারের বিভিন্ন দপ্তরকে পুষ্টির উন্নয়নে সহযোগিতা প্রদান করে আসছে।