রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নীলফামারীতে মাসব্যাপী পুনাকের শিল্প পণ্য মেলা শুরু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে নীলফামারীর বড়মাঠে মাসব্যাপী পুনাক শিল্প পণ্য মেলা শুরু হয়েছে। রবিবার(২ ফেব্রæয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময় পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের সেক্রেটারী আন্তাজুল ইসলাম এবং মা ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট’র স্বত্বাধিকারী আনিসুর রহমান আনিস ও পুনাকের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোর্শেদ আলম জানান, বিভিন্ন পণ্য, আসবাব পত্র, পোষাক ছাড়াও শিশুদের বিনোদনের জন্য রাইডস থাকছে এই মেলায়। মেলায় ৫০টি স্টল স্থান পেয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মেলা থেকে আরও বড় ধরনের শিল্প উদ্যোক্তা বেরিয়ে আসবে। যারা দেশের অর্থনীতিতে ভ‚মিকা রাখতে পারবে। ফরিদপুর যাতে শিল্প উন্নত জেলা হতে পারে সেজন্য সবাইকে কাজ করতে হবে। এই মেলাতে যে সমস্ত পণ্য বিক্রি হবে তা দেশীয় তৈরি। দেশীয় পণ্য ব্যবহার করুন তাহলে দেশ উপকৃত হবে। দেশের টাকা দেশেই থাকবে।বিগত দিনে পুনাকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তারা বলেন, পুনাক একটি নারীবান্ধব সংগঠন। যারা সমাজে নারীদের প্রতিষ্ঠিত করতে কাজ করছে।উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। মাসব্যাপী মেলায় দেশীয় পণ্যে চারু, কারু, পোশাক ও খাদ্য সামগ্রীর স্টল রয়েছে।

সর্বশেষ - রংপুর বিভাগ