বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

গণতন্ত্রের প্রত্যাশা যদি পূরণ না হয় তাহলে সংকট আরো বাড়বে-নীলফামারীতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৯, ২০২৫ ১:৩৯ পূর্বাহ্ণ
মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারীর জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা মনে করি গণতন্ত্রের প্রত্যাশা যদি পূরণ না হয়, তাহলে সংকট আরো বাড়বে। এই সংকটকে নিয়ন্ত্রণ করার জন্য নির্বাচিত একটি সরকার দরকার।

মঙ্গরবার(২৮ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে নীলফামারী শহরের স্কাইভিউ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, সরকারের কাছে আমাদের প্রত্যাশা, যে অধিকার মানুষের ছিল না ভোটাধিকার, সেই অধিকার যত দ্রæত সম্ভব আমরা প্রত্যাশা করি ফেরত দিয়ে এ দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। রাস্তার আন্দোলনে যেটি আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন- যে ফয়সালা হবে কোথায়। এই রাজপথেই ফয়সালা হয়েছে। ভবিষ্যতে আমরা মনে করি গণতন্ত্রের প্রত্যাশা যদি পূরণ না হয় তাহলে সংকট আরো বাড়বে। এই সংকটকে নিয়ন্ত্রণ করার জন্য নির্বাচিত একটি সরকার দরকার।

তিনি উল্লেখ করে বলেন, আমাদের সরকারের কাছে চাওয়া। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মধ্যে আনা, যেন মানুষ স্বাভাবিকভাবে জীবন ধারণ করতে পারে। আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। এ বিষয়গুলো আমরা আগেও বলেছি, এখনও বলছি। ভবিষ্যতে এটা মীমাংসা করা যায় কিকরে বিএনপির সে দায়িত্ব গ্রহণ করতে চায়। করতে চায় বলে আমরা রাস্তায় নেমেছিলাম।

দীর্ঘ আন্দোলন সংগ্রামের কথায় তিনি বলেন, আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি ১৬-১৭ বছর। গণতন্ত্রের পিপাসার প্রত্যাশায়, স্বৈরাচারকে পতন ঘটিয়ে, ফ্যাসিবাদকে তাড়িয়ে বাংলাদেশে এখন জঞ্জাল মুক্ত হওয়ার পথে আছে। এই পরিস্থিতিতে আমরা চাইছি যাতে বাংলাদেশে সঠিক, স্বাভাবিক, গ্রহণযোগ্য ও অংশীদারিত্বমূলক একটি নির্বাচন হয়। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তার পছন্দের দল এবং প্রার্থীকে নির্বাচিত করবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার তৈরি হবে যারা দেশ পরিচালনা করবে।

বিগত সরকারের সময়ে সীমাহীন দুর্নীতি হয়েছে এই দেশে উল্লেখ করে বলেন, হাজার হাজার মানুষ গুম খুন নিখোঁজ হয়েছে এই দেশে গণতন্ত্রের প্রত্যাশায়। ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছে, নব্বইয়ের গণ অভ্যুত্থান হয়েছে, সর্বশেষ ২৪শের গণঅভ্যুত্থান। ছাত্র জনতা রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। এখন বাংলাদেশের প্রত্যাশা মানুষের সুখ স্বাচ্ছন্দের। কৃষক শ্রমিক মেহনতি মানুষ একটু স্বস্তির সঙ্গে বসবাস করতে চায়, শ্রমিক তার অধিকার চায়, সাধারণ মানুষ নির্বিঘেœ জীবন যাপন করতে চায়। সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতা জনাব তারেক রহমান সংগঠনকে মানুষের প্রত্যাশা পূরণের জন্য পূর্বের মতোই মানুষের পাশে দাঁড় করাতে চায়। সেই লক্ষেই আজকের এই সভা। এই সভা থেকেই আমরা আগামী দিনের যে কর্মসূচি সেই কর্মসূচি গ্রহণ করবো।

সবাই নির্বাচন চাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সবাই নির্বাচন চাচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে সম্ভাব্য প্রয়োজনীয় সংস্কার করে। অর্থাৎ সংস্কার আর নির্বাচনের মধ্যে কোন সংঘাত নেই। জামায়াত-বিএনপির মধ্যে সংঘাত নাই। একটি ভালো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় গ্রহন করার জন্য, অতিরিক্ত সময় যাতে ব্যয় না হয়।

বিএনপির নির্বাচওনে অংশগ্রহনের প্রস্তুতির কথায় বলেন, ১৬ বছর ধরে বিএনপি মুখিয়ে আছে একটি গ্রহনযোগ্য নির্বাচনে অংশগ্রহনের জন্য। সেহেতু এখন নতুন কোন ভাবে প্রস্তুতির প্রয়োজন নেই। ১৬ বছর ধরে আমাদের একটি নির্বাচনের দাবি যাতে মানুষ ভোট দিতে পারে।

সাংগঠনিক সভার অংশগ্রহনের বিষয়ে তিনি জানান, সংগঠনের সার্বিক পরিস্থিতি কি সেটা দেখা। সংগঠনকে তৈরি করা। সংগঠনকে শক্তিশালী করা ও ঐক্যবদ্ধ করা। সমস্যাগুলোকে চিহ্নিত করা, সমস্যাগুলোকে সমাধান করা। সভায় বক্তৃতা দেন প্রধান বক্তা বিএনপির সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিশেষ অতিথি ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ) আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম।

জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।

সর্বশেষ - রংপুর বিভাগ

আপনার জন্য নির্বাচিত

ইকু গ্রুপের চেয়ারম্যান, সাবেক এমপি সিদ্দিকুল আলমের মায়ের দাফন সম্পন্ন 

নীলফামারীতে আমন কাটা-মাড়াই শুরু : চলছে নবান্ন উৎসব

সৈয়দপুর এক কলেজ থেকেই ৪৮ জন মেডিকেলে ভর্তির সুযোগ

‘রাষ্ট্রদূতদের এসকর্ড সুবিধা ফেরত দেওয়ার খবরটি গুজব’

সৈয়দপুরে ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের জরুরি বৈঠক

জলঢাকায় চলন্ত রিকশাভ্যানের চাকায় ওড়না পেচিয়ে গৃহবধূর মৃত্যু

নীলফামারীতে ২৬ জন বিক্রেতা দিয়ে চালু করা হলো ‘ন্যায্য মুল্যের বাজার’

নীলফামারী প্রেসক্লাবে বই উপহার দিলেন ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) নাজমা বেগম নাজু

ডিমলায় ভায়া টেষ্ট কর্মসূচি পালিত

উপজেলা নির্বাচন: বিএনপি’র হুশিয়ারিকে পাত্তা দিচ্ছে না তৃণমূল নেতারা

উপজেলা নির্বাচন: বিএনপি’র হুশিয়ারিকে পাত্তা দিচ্ছে না তৃণমূল নেতারা