সৈয়দপুরে রেল লাইনের উপর দোকান দুর্ঘটনার আশংকা

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের উপর গড়ে উঠেছে অস্থায়ী শীত বস্ত্রের দোকান। ওই দোকানগুলো গরীব-অসহায় মানুষের ভরসাস্থল হলেও ট্রেন দুর্ঘটনায় মানুষজনের প্রাণহানির আশংকায় পরিনত হয়েছে। সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ২শ’ গজ দুরে বিছিন্নভাবে সৈয়দপুর প্রধান ডাকঘর ঘেঁষে এবং দক্ষিণ দিকে আরও ২শ’ গজ দুরে রেললাইনের দুই ধারে গড়ে ওঠা এসব দোকানে শত শত নারী ও পুরুষ ভীড় করছে। এতে জন-জটরায় ট্রেন চলাচলে প্রতিমুগুর্তে বিঘ্ন ঘটছে। ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুর্ঘটনা রোধে দোকানগুলো সরাতে রেলওয়ে পুলিশকে (জিআরপি) লিখিতভাবে রেলওয়ে কর্তৃপক্ষকে জানালেও কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে একটি সূত্রে জানা গেছে। এত করে প্রাণহানির আশংকা করা হচ্ছে। জানা যায, রেললাইনের উভয় পাশে কমপক্ষে ২শ’ ফুট করে জায়গা ফাঁকা রাখার বিধান রয়েছে। সে অনুয়ায়ী রেলওয়ে কর্তৃপক্ষ রেলপথের উভয় পাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা রেখেছে। কিন্তু এসব জায়গা চলে যাচ্ছে অবৈধ দখলদারের কবলে।

সৈয়দপুর লেওয়ে স্টেশনের উল্লেক্ষিত ডাকঘর সংলগ্ন অত্যান্ত জনবহুল এলাকা হওয়ায় ওই স্থানে প্রায়শই ট্রেনে কাটা পড়ে অসংখ্য প্রাণহানীর ঘটনা ঘটেছে। রেলওয়ে পুলিশ (জিআরপি) তথ্য অনুযায়ী দূর্ঘটনাপ্রবণ এই এলাকায় প্রায় ছোট বড় প্রাণহানী হচ্ছে।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, রেল লাইনের উপর ওই এলাকাতে রয়েছে প্রায় ২শত পুরাতন কাপড়ের দোকান। অবৈধ দখলদাররা এলাকাটিতে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে রেলপথে এসব দোকানকে কেন্দ্র করে গ্রাহকদের প্রতিনিয়ত বাড়ছে ভিড়। সেইসাথে জন-জটলায় ট্রেন চলাচলেও ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে।

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, স্টেশন মাষ্টার এসব দোকান উচ্ছেদে বার বার রেলওয়ে পুলিশ (জিআরপি) অনুরোধ জানালেও অজ্ঞাত কারণে ওইসব অবৈধ দোকান উচ্ছেদ হচ্ছে না। তবে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ওইসব দোকানদারদের নিকট অর্থ আদায় করে একটি মহল। এ বিষয়ে জানতে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী বলেন, আমরা রেলওয়ের নির্দেশনা মোতাবেক বার বার উচ্ছেদ করার চেষ্টা করেছি কিন্তু পূনরায় তারা দোকান বসিয়ে ব্যবসা করে। আর কে অর্থ আদায় করে তা জানিনা।

  • Related Posts

    সৈয়দপুরে শহিদ জিয়ার জন্মদিন পালন

    নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গ দল সমূহ শহিদ প্রেডিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালন করেছে। এ দিবস উপলক্ষে, ১৯ (জানুয়ারি) রবিবার সকালে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও…

    Continue reading
    পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত

    দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্ত মতামত

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    নিয়োগ পরীক্ষায় পাস না করেও কি কোটা ব্যবস্থায় চাকরি পাওয়া যায়?

    কোটা পুনর্বহালে স্থিতাবস্থা মানে কি?

    প্রধানমন্ত্রীর সফরে পাঁচ মূলনীতির উন্নয়ন করতে চায় চীন

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি